পরিবর্তিত প্রেক্ষাপট ও উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক শেষে তিনি এই আহ্বান জানিয়েছেন।
সোমবার বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ কথা জানান।
সকলের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সবার আগে দেশ, তারপর দল, এরপর ব্যক্তি। আমরা পরস্পর পরস্পরের পাশে থেকে সহযোগিতা করবো।
এর আগে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। বৈঠকে বিএনপি মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অংশ নেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের পর তাঁর ভাষণে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে জানান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। ভাষণে তিনি অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিয়ে বলেছেন, ‘সব হত্যাকাণ্ড ও অন্যায়ের বিচার করব।’
সেনাপ্রধানের ভাষণের পরই দেশবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান জানান বিএনপি মহাসচিব।