Friday , 29 March 2024
শিরোনাম

দেশব্যাপী চলছে শেখ কামাল যুব গেমস

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র চতুর্থ দিন আজ বৃহস্পতিবারও বিভিন্ন জেলা পর্যায়ে গেমসের উদ্বোধন হয়েছে এবং আন্তঃউপজেলা পর্যায়ে খেলা চলমান রয়েছে। এ পর্বের খেলা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
আজ পটুয়াখালীর এ্যাডভোকেট আবুল কাশেম স্টেডিয়ামে যুব গেমসের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ ন ম আমিনুল ইসলাম মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলাম সজল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, অলিম্পিক এসোসিয়েশন এর প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন সেন্টুসহ অন্যান্য নের্তৃবৃন্দ।
ভোলায় জেলা পুলিশ লাইন্স মাঠে তিন দিনব্যাপী এই গেমস’র উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গেমসে ভোলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, তজুমদ্দিন ও দৌলতখান উপজেলা থেকে তরুণ-তরুণী উভয় বিভাগেই দুটি করে দল অংশ নিচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া আন্ত:উপজেলা প্রথম পর্বের কাবাডি ও ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন। বৃহস্পতিবার সকালে শহরের লোকনাথ দিঘীর মাঠে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার নুসরাত জাবিন। জেলা ক্রীড়া সংস্থা যুগ্ম সাধারন সম্পাদক মো. মোস্তাক আহমেদ ভূইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পাবনায় শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে যুব গেমসের উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, পাবনা পৌর মেয়র মো.শরীফ উদ্দিন প্রধান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মানিক প্রমূখ।
সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ৩ দিনব্যাপী যুব গেমরে উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাঈদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো.নাজির আহমদ চৌধুরী, সহ-সভাপতি সিরাজুর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, মো: পারভেজ আহমেদ চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য দিলারা বেগম।
আজ চতুর্থ দিনে গোপালগঞ্জে শেখ কামাল ২য় বাংলাদেশ আন্ত:উপজেলা যুব গেমসে কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলায় গেমসের দ্বিতীয় দিনে মেয়েদের কাবাডিতে গোপালগঞ্জ সদর উপজেলা ৩০-১২ পয়েন্টে কাশিয়ানী উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সাঁতারে ছেলেদের ৫০ মিটার ফ্রি স্টাইলে ৩১ সেকেন্ড সময় নিয়ে কোটালীপাড়া উপজেলার মোহব্বির হালাদার প্রথম হন। একই উপজেলার ইজাজ আহম্মেদ ৫০ মিটার ব্যাক স্ট্রোকে ৪১ সেকেন্ড সময় নিয়ে এবং ৫০ মিটার বাটারফ্লাইয়ে ৩৫ সেকেন্ড সময় নিয়ে সেরা হন।
১০০ মিটার ফ্রি স্টাইলে ১ মিনিট ৩৩ সেকেন্ড সময় নিয়ে মুকসুদপুর উপজেলার নাহিদ শেখ প্রথম হন। ১০০ মিটার ব্যাক স্ট্রোকে ১ মিনিট ৫০ সেকেন্ড সময় নিয়ে একই উপজেলার কালাম মোল্লা সেরা হন।
মুকসুদপুর উপজেলার বিথি খানম মেয়েদের ৫০ মিটার ফ্রি স্টাইলে ১ মিনিট ৪ সেকেন্ড এবং ৫০ মিটার ব্রেস্ট্রটোকে ১ মিনিট ১৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান লাভ করেন। ৫০ মিটার বাটার ফ্লাইয়ে ১ মিমিট ৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন টুঙ্গিপাড়া উপজেলার হাসি আক্তার।
১০০ মিটার ফ্রি স্টাইলে ১ মিনিট ৫৬ সেকেন্ড সময় নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার তানিয়া খানম প্রথম হন। ১০০ মিটার ব্যাক স্ট্রোকে ১ মিনিট ৩০ সেকেন্ড সময় নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার মরিয়ম সুলতানা খানম প্রথম এবং ১০০ মিটার ব্রেস্ট্রটোকে ২ মিনিট ২২০ সেকেন্ড সময় নিয়ে একই উপজেলার তানিয়া খানম সেরার আসন লাভ করেন।
চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত কাবাডির ফাইনালে সদর উপজেলা ৩০-২৯ পয়েন্টে হাইমচর উপজেলার বিপক্ষে জয়লাভ করেছে। অনুর্ধ ১৭ দাবায় মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রাফিয়া ইসলাম, রানারআপ মেহেজাবিন পাটওয়ারী, বালকদের দাবায় সাফায়াত কিবরিয়া আযান চ্যাম্পিয়ন ও প্রশান্ত সাহা রানারআপ হন।
মাগুরায় আজ গেমসের দ্বিতীয় দিনে ফুটবল, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। ফুটবলে মহম্মদপুর তরুণ ফুটবল দল ট্রাইবেকারে ৫-৪ গোলে শালিখা তরুন দলকে পরাজিত করে। শ্রীপুর উপজেলা তরুণী ফুটবল দল ১৪-০ গোলে শালিখা উপজেলা দলকে পারাজিত করেছে। এ ছাড়া শেখ কামাল ইনডোর স্টেডিয়াম চত্বরে টেবিল টেসিন প্রতিযোগিতায় সদর উপজেলা দল শালিখা উপজেলা তরুণী দলকে পরাজিত করে। ব্যাডমিন্টনে সদর উপজেলা তরুণ ও তরুণী দল একক ও দ্বৈত বিভাগে শালিখা উপজেলা দলকে পরাজিত করে।
জয়পুরহাট ষ্টেডিয়ামে বৃহস্পতিবারে অনুষ্ঠিত কাবাডির ফাইনালে জয়পুরহাট সদর উপজেলা তরুণী দল ৪৪-২৬ পয়েন্টে পাঁচবিবি উপজেলা তরুণী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
এদিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বগুড়ায় যুব গেমসের উচ্চ লাফ, দৌঁড়, লৌহ গোলক ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌড় প্রতিযোগিতায় ছেলেদের ১০০, ২০০, ৪০০ , ৮০০ ও ১৫০০ মিটার দৌঁড় অনুষ্ঠিত হয়।বাসস

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x