বাংলাদেশে প্রথমবারের মতো সফলভাবে মানুষের দেহে কৃত্রিম হৃদপিন্ড (মেকানিক্যাল হার্ট) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে।
বুধবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৪২ বছর বয়সী এক নারীর মেকানিক্যাল হার্ট ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন করেন চিফ কার্ডিয়াক সার্জন ও কার্ডিয়াক সেন্টারের ডিরেক্টর ডা. জাহাঙ্গীর কবির।
ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভলপমেন্টের জেনারেল ম্যানেজার মাসুদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে প্রথমবারের মতো মেকানিক্যাল হার্ট ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন তারা।