ঢাকা , রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বিতীয় মেয়াদেও বিসিডিএস আলফাডাঙ্গা উপজেলা কমিটির সভাপতি মোঃ হারুনুর রশীদ তারেক জিয়ার ৩১দফা বাস্তবায়ন করতে হলে এদেশে আমাদের ভোটারদের কাছে যেতে হবে: তারুণ্যের সমাবেশে আলহাজ্ব এম এ হান্নান আড়াইহাজারে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩০ চাঁদপুরে ২১ তম ডিসি গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন ঢাকা বিমানবন্দরে আগুন: উদ্ধার কাজে বিমান নৌ সেনাবাহিনী বিজিবি ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সন্দেহ নেই : ইসি আনোয়ারুল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন এমপিওভুক্ত শিক্ষকদের ‘কালো পতাকা মিছিল’ জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, ৯০০ জনের বিরুদ্ধে মামলা জাবির দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দ্বিতীয় মেয়াদেও বিসিডিএস আলফাডাঙ্গা উপজেলা কমিটির সভাপতি মোঃ হারুনুর রশীদ

সাংবাদিক

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) আলফাডাঙ্গা উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নাজমা মেডিকেয়ারের স্বত্বাধিকারী মোঃ হারুনুর রশীদ দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়ে সকল ঔষধ ব্যবসায়ীদের আস্থা অর্জন করেছেন।

গতকাল, ১৬ অক্টোবর, আলফাডাঙ্গা হাসপাতাল রোডস্থ ফুড ফ্যাক্টরী কনফারেন্স হলে এক সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা উপজেলার সকল ফার্মেসি ও ঔষধ ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি গঠিত হয়।

নির্বাচনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিসিডিএস ফরিদপুর জেলা শাখার সভাপতি জনাব নাজমুল হোসেন লোচন, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ মোস্তফা জামান জুয়েল, উপজেলা পর্যায়ের সিনিয়র সদস্যবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলফাডাঙ্গা উপজেলার সকল ঔষধ ব্যবসায়ীদের কণ্ঠ ভোটে কমিটি গঠণের এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি মো: মোস্তফা জামান জুয়েল, সদস্য মো: রাকিব হোসেন শাওন, সদস্য মো: জাহিদুর রহমান, সদস্য মো: মোস্তফা মাহফুজ বুলু ও সদস্য বাবু কালা চাঁদ দাস কাজল।

নির্বাচনে সভাপতি হিসেবে মোঃ হারুনুর রশীদের পুনঃনির্বাচনকে আলফাডাঙ্গার ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী মহল একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ঔষধ ব্যবসা একটি মানবিক পেশা। আমরা জনগণের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে সকল সদস্যদের নিয়ে স্বচ্ছ, ন্যায্য ও নিরাপদ ওষুধ বাণিজ্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি।”

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) হলো দেশের অন্যতম বৃহৎ পেশাজীবী সংগঠন, যা সারা দেশের ফার্মাসিস্ট, ড্রাগিস্ট ও ঔষধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, প্রশিক্ষণ প্রদান এবং জনস্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে।
১৯৭০-এর দশকে প্রতিষ্ঠিত এই সংগঠন বর্তমানে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত। সংগঠনটি নিয়মিতভাবে সদস্যদের মধ্যে ওষুধের গুণগতমান, বাজার নিয়ন্ত্রণ, সরকার ঘোষিত মূল্যনীতি এবং নকল ওষুধ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

আলফাডাঙ্গা উপজেলা শাখা ফরিদপুর জেলার অন্যতম সক্রিয় ইউনিট হিসেবে দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যখাতে সচেতনতা বৃদ্ধি, নকল ওষুধ বিরোধী প্রচারাভিযান, এবং লাইসেন্সপ্রাপ্ত ফার্মেসি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নতুন নেতৃত্বের অধীনে বিসিডিএস আলফাডাঙ্গা শাখা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

নতুন কমিটিতে স্থান পেলেন যারা, সভাপতি হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন, সহ-সভাপতি নুরুল আফসার, সহ-সভাপতি তন্ময় কুন্ডু, সহ-সভাপতি মো: ওয়াহিদুজ্জামান রাজিব, সদস্য নওশের আলম, মো: আরিফুজ্জামান, ইবাদুল ইসলাম, মো: ওয়াহিদুজ্জামান, মো: নুরুল আমিন, মো: ইমরান হোসেন, মো: মনিরুজ্জামান, মো: জাহিদুল ইসলাম জুয়েল, মো: জাহিদুল ইসলাম, মো: ওয়াহিদুজ্জামান, মো: জুয়েল শিকদার, মো: ফিরোজ আহমেদ।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:০৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
৫১৫ Time View

দ্বিতীয় মেয়াদেও বিসিডিএস আলফাডাঙ্গা উপজেলা কমিটির সভাপতি মোঃ হারুনুর রশীদ

আপডেটের সময় : ০৩:০৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) আলফাডাঙ্গা উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নাজমা মেডিকেয়ারের স্বত্বাধিকারী মোঃ হারুনুর রশীদ দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়ে সকল ঔষধ ব্যবসায়ীদের আস্থা অর্জন করেছেন।

গতকাল, ১৬ অক্টোবর, আলফাডাঙ্গা হাসপাতাল রোডস্থ ফুড ফ্যাক্টরী কনফারেন্স হলে এক সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা উপজেলার সকল ফার্মেসি ও ঔষধ ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি গঠিত হয়।

নির্বাচনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিসিডিএস ফরিদপুর জেলা শাখার সভাপতি জনাব নাজমুল হোসেন লোচন, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ মোস্তফা জামান জুয়েল, উপজেলা পর্যায়ের সিনিয়র সদস্যবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলফাডাঙ্গা উপজেলার সকল ঔষধ ব্যবসায়ীদের কণ্ঠ ভোটে কমিটি গঠণের এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি মো: মোস্তফা জামান জুয়েল, সদস্য মো: রাকিব হোসেন শাওন, সদস্য মো: জাহিদুর রহমান, সদস্য মো: মোস্তফা মাহফুজ বুলু ও সদস্য বাবু কালা চাঁদ দাস কাজল।

নির্বাচনে সভাপতি হিসেবে মোঃ হারুনুর রশীদের পুনঃনির্বাচনকে আলফাডাঙ্গার ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী মহল একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ঔষধ ব্যবসা একটি মানবিক পেশা। আমরা জনগণের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে সকল সদস্যদের নিয়ে স্বচ্ছ, ন্যায্য ও নিরাপদ ওষুধ বাণিজ্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি।”

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) হলো দেশের অন্যতম বৃহৎ পেশাজীবী সংগঠন, যা সারা দেশের ফার্মাসিস্ট, ড্রাগিস্ট ও ঔষধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, প্রশিক্ষণ প্রদান এবং জনস্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে।
১৯৭০-এর দশকে প্রতিষ্ঠিত এই সংগঠন বর্তমানে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত। সংগঠনটি নিয়মিতভাবে সদস্যদের মধ্যে ওষুধের গুণগতমান, বাজার নিয়ন্ত্রণ, সরকার ঘোষিত মূল্যনীতি এবং নকল ওষুধ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

আলফাডাঙ্গা উপজেলা শাখা ফরিদপুর জেলার অন্যতম সক্রিয় ইউনিট হিসেবে দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যখাতে সচেতনতা বৃদ্ধি, নকল ওষুধ বিরোধী প্রচারাভিযান, এবং লাইসেন্সপ্রাপ্ত ফার্মেসি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নতুন নেতৃত্বের অধীনে বিসিডিএস আলফাডাঙ্গা শাখা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

নতুন কমিটিতে স্থান পেলেন যারা, সভাপতি হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন, সহ-সভাপতি নুরুল আফসার, সহ-সভাপতি তন্ময় কুন্ডু, সহ-সভাপতি মো: ওয়াহিদুজ্জামান রাজিব, সদস্য নওশের আলম, মো: আরিফুজ্জামান, ইবাদুল ইসলাম, মো: ওয়াহিদুজ্জামান, মো: নুরুল আমিন, মো: ইমরান হোসেন, মো: মনিরুজ্জামান, মো: জাহিদুল ইসলাম জুয়েল, মো: জাহিদুল ইসলাম, মো: ওয়াহিদুজ্জামান, মো: জুয়েল শিকদার, মো: ফিরোজ আহমেদ।