Sunday , 23 June 2024
শিরোনাম

দ্বিতীয় ধাপে বেসরকারি ফলে জয়ী হলেন যারা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটগ্রহণের সময় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এরইমধ্যে বেশ কয়েকটি উপজেলার বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে জয়ী হয়েছেন:

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী কাজী শাহজামান বাবুল বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রাতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ৩৭ হাজার ২০৯ ভোট পেয়ে নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন কাজী শাহজামান বাবুল।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ২৩৭ ভোট। সালথায় বিপুল ভোটে আবারও নির্বাচিত হয়েছেন মো. ওয়াদুদ মাতুব্বর। এর ফলে পরাপর দুই সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে দ্বিতীয়বারের মতো ৪০ হাজার ১০১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো. মনিরুজ্জামান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী সঞ্জিত কর্মকার পেয়েছেন ৩৫ হাজার ৬২৭ ভোট।

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শরিফুজ্জামান শরীফ বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে টিওউবওয়েল প্রতীকে আব্দুল কাদের মণ্ডল নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে বানেছা বেগম নির্বাচিত হয়েছেন।

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় দোয়াত কলম মার্কায় ফজলুল করিম সাঈদী ৫৬ হাজার ১২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

যশোর: যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস. এম হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিয়াদ আরফান সরকার রানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে নাছির উদ্দীন বিজয়ী হয়েছেন।

রাজস্থলী উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকে উবাচ মারমা বিজয় লাভ করেন। কাপ্তাই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন সুইপ্রু মারমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বিউটি হোসেন। দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা।

বান্দরবান: বান্দরবানের লামায় মোস্তফা জামাল ও নাইক্ষ্যংছড়ি তোফাইল বিজয়ী হয়েছেন।

দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা নির্বাচনে মো.আফছার আলী নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলায় বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হুমায়ন কবির সুমন। হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনারস প্রতীকের মোহাম্মদ হেলালউদ্দিন। শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সমর্থিত ঘোড়া প্রতীকের মুকবুল হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ নির্বাচনে ছাইদুর রহমান স্বপন ও আখাউড়ায় মনির হোসেন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে।

ঝালকাঠি: উপজেলা নির্বাচনে ঝালকাঠি সদরে আনারস প্রতীক নিয়ে খান আরিফুর রহমান এবং নলছিটি উপজেলায় সালাহউদ্দিন খান সেলিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে লস্কর আসিফুর রহমান দিপু ও উম্মে সালমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নলছিটিতে পদে মনিরুজ্জামান মনির ও নারী ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার রিনা নির্বাচিত হয়েছেন।

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মোস্তফা মুন্সী জয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আফরোজা রাব্বানী।

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সেলিম আজাদ বিজয়ী হয়েছেন। তিনি জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এবং বর্তমান ভাইস চেয়ারম্যান।

এদিকে, শরীয়তপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে ‘ঘোড়া’ প্রতীকে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান (উজ্জ্বল) আখন্দক।জাজিরা উপজেলায় ‘মোটরসাইকেল’ প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইদ্রিস ফরাজী ৪৭ হাজার ৮৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হন।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আব্দুল হাই বাবলু। তিনি হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৭৬৩টি ভোট। বরুড়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রথমবারের মতো আনারস প্রতীক নিয়ে হামিদ লতিফ ভূঁইয়া ৮৯ হাজার ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষে বিকেল চারটার পর থেকে শুরু হয় ভোট গণনা। সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে কিছুটা বাড়ে।

২৪টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ভোট হয় ব্যালট পেপারে। দয়েক জেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি নির্বিঘ্নেই ভোট দেন ভোটাররা। ভোটের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ নেই প্রার্থীদেরও। নিবিঘ্ন ও শান্তিপূর্ণ ভোটের সব ব্যবস্থা আগে থেকেই নেয় নির্বাচন কমিশন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, প্রতিটি কেন্দ্রে জোরদার করা হয় নিরাপত্তা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মোট ভোটার ৩ কোটি ৫২ লাখের বেশি।

এর আগে গত ৮ মে অনুষ্ঠিত ‘ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলা নির্বাচনে শতকরা ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছিল বলে জানিয়েছিল নির্বাচন কমিশন।

Check Also

তৃতীয় ধাপে প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে প্রায় ৩৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x