দ্বিতীয় মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (প্রশাসন) দায়িত্ব পেয়েছেন সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক কবি ড. মুহাম্মদ সামাদ। মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মাসুদ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
এতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ অধ্যাপক ও কবি মুহাম্মদ আবদুস সামাদকে পুনরায় চার বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।
সাহিত্যাঙ্গনে কবি ‘ম সামাদ’ নামে পরিচিত এই অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। ১৯৫৬ সালে ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমায় জন্ম নেয়া মুহাম্মদ সামাদ এর আগে বেসরকারি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উইনোনা স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর ছিলেন। ২০০৯ সালে সমাজকর্ম শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা ওয়াশিংটনের সিএসডব্লিউই পরিচালিত ‘ক্যাথেরিন ক্যান্ডাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়ার্ক এডুকেশন’ এর ফেলো হিসেবে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মের উচ্চশিক্ষার ওপর তুলনামূলক গবেষণা করেন।