Tuesday , 16 April 2024
শিরোনাম

ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগির মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন

মো:আলরাজী(স্টাফ রিপোর্টার)

 

আজ মঙ্গলবার ৯ আগস্ট পবিত্র আশুরা পালিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজনসহ ইবাদত বন্দেগির মাধ্যমে পবিত্র আশুরা পালন করেছেন।আশুরা উপলক্ষে বিভিন্ন মসজিদে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল রোজা,নামাজ আদায়, কোরআন তিলাওয়াত,জিকির,ওয়াজ ও মিলাদ মাহফিলসহ ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে দিবসটি অতিবাহিত করেছেন।দিবসটি উপলক্ষে বিভিন্ন জামে মসজিদে আলোচনা,মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে ‘পবিত্র আশুরার গুরুত্ব’ শীর্ষক আলোচনা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করছেন জামে মসজিদের ইমাম ও খতিব সাহেবগণ। মোনাজাতে কবরবাসীদের জন্য দোয়া বিশেষ করে মহানবী (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র, খাতুনে জান্নাত হজরত ফাতেমা (রা)-এর কলিজার টুকরা হজরত হোসাইন (রা.) এর শাহাদাতবরণকে স্মরণ করে দোয়া,দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয় ।পরে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শেষ করা হয়েছে।

Check Also

‘মোদির গ্যারান্টি’তে বিজেপির ইশতেহার

সামনেই ভারতের লোকসভা নির্বাচন। চলতি মাসের ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত চলবে ভোটভুটির আয়োজন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x