ধর্মীয় খেদমতের স্বীকৃতি, মোয়াজ্জেম সাহেবকে যুবশক্তির সম্মাননা স্মারক প্রদান
গত ৫ই জুলাই, রোজ শনিবার, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঘারহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘ ৪৫ বছর মুয়াজ্জেম হিসেবে দায়িত্ব পালন করায়, যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ-এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
৪৫ বছর ধরে টানা মসজিদের সেবা করে যাওয়া এই গুণী ব্যক্তির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে যুবশক্তির সদস্যরা তাঁর হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিগণ এবং যুব সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
যুবশক্তির পক্ষ থেকে জানানো হয়—
“একজন মুয়াজ্জেম মসজিদের অবিচ্ছেদ্য অংশ। তাঁর কণ্ঠের আজান প্রতিদিন মানুষকে আল্লাহর পথে ডাকে। দীর্ঘ ৪৫ বছর এই মহান দায়িত্ব পালনের মাধ্যমে তিনি একটি প্রজন্মকে জাগ্রত করেছেন। এই সম্মাননা শুধুমাত্র একজন ব্যক্তির নয়, বরং ধর্মীয় দায়িত্বের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক।”
এই সাদামাটা হলেও গভীর তাৎপর্যপূর্ণ সম্মাননা প্রদান কর্মসূচিকে এলাকাবাসী অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। ভবিষ্যতে সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় যাঁরা নিরবচরে কাজ করছেন, তাদেরকেও এভাবে মূল্যায়ন করার অঙ্গীকার ব্যক্ত করে যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ।