ধামরাইয়ে মাদক বিরোধী মত বিনিময় সভা
ঢাকার ধামরাইয়ে মাদক বিরোধী মত বিনিময় সভায় নিজের মাদকসেবি ছেলের বিরুদ্ধে বিচার চাইলেন চাওনা গ্রামের মোঃ মজিবর রহমান। বুধবার (৬আগষ্ট) বিকাল বেলা ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ঘোড়াকান্দা বাজারে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ হারুণ অর রশিদ এর সভাপতিত্বে মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামনুন আহমেদ অনীক। তিনি বলেন মাদক হলো জাতির শত্রু। তাই আমাদের সকলকে সজাগ থাকতে হবে।আমাদের সন্তানদের দিকে খেয়াল রাখতে হবে।কোথায় যায় কি করে সে দিকে নজর রাখতে হবে। আর যারা মাদক সেবন ও বিক্রি করে তাদের বিষয়ে আমাদের তথ্য দিয়ে সহায়তা করবেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, নান্নান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সূয়াপুর নান্নার স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ সাইফুল, নান্নার ইউনিয়ন বিএনপির নেতা মাসুদুর রহমানসহ নান্নার বিভিন্ন স্কুলের শিক্ষক ও এলাকার লোকজন এতে অশগ্রহণ করেন।