নওগাঁয় সুলপির আঘাতে বিএনপি নেতা গুরুতর আহত, থানায় অভিযোগ
নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সুলপির আঘাতে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছে।
২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটেছে উপজেলার হাট-চকগৌরী বাজারে।এ ঘটনায় মহাদেবপুর থানায় ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।জানা গেছে, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উপজেলার ভীমপুর ইউনিয়নের স্বরূপপুর গ্রামের কুড়ানু মন্ডলের পুত্র মনজুরুল আলম এর জমিতে রোপনকৃত ধানের চারা প্রতিপক্ষ একই গ্রামের আনিসুর রহমান এর পুত্র সাঈদ হোসেন গং বিনষ্ট করে। জমিতে রোপণকৃত ধানের চারা বিনষ্টের ঘটনাকে কেন্দ্র করে এদিন উপজেলার হাট-চকগৌরী বাজারে সাঈদ হোসেনের সঙ্গে মনজুরুল আলম ও তার বিয়াই লিয়াকত আলী সরদারের কথা কাটাকাটি শুরু হয়।কথা-কাটাকাটির এক পর্যায়ে লোহার রড়ের তৈরি সুলপি দিয়ে সাঈদ হোসেন প্রথমে মনজুরুল আলমকে আঘাতের চেষ্টা করে ব্যার্থ হয়ে স্থানীয় বিএনপি নেতা লিয়াকত আলী সরদারের পেটে আঘাত করে। গুরুতর আহত লিয়াকত আলী সরদারকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় মনজুরুল আলম বাদী হয়ে মহাদেবপুর থানায়, সাঈদ হোসেন ও তার পিতা আনিছুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।