নওগাঁয় স্বাস্থ্য কেন্দ্রে কন্যা সন্তান প্রসব করে মা গেল পালিয়ে
নওগাঁর মান্দায় প্রেম করে বিয়ে করা এক গৃহবধূ নবজাতক কন্যা সন্তানকে স্বাস্থ্য কেন্দ্রে রেখে পালিয়ে গেছে। এঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যে সৃষ্টি করেছে।এ ঘটনায় নবজাতকের পিতা তৌহীদ ইসলাম (২৫) মান্দা থানায় অভিযোগ দিয়েছে। জেলার মহাদেবপুর উপজেলার চকহরিবল্লভ গ্রামের বাসিন্দা তৌহিদ ইসলাম গত প্রায় দু বছর আগে প্রেম করে বিয়ে করেন মান্দা উপজেলার সাহাপুর (ফজিদারপাড়া) গ্রামের লছের আলী মণ্ডলের মেয়ে সাথী আক্তারকে।তৌহিদ ইসলাম বলেন, স্ত্রী সাথী আক্তার তিন মাস ধরে তার বাবার বাড়িতে আছে।২৮ আগস্ট বৃহস্পতিবার সাথী আক্তারের প্রসব ব্যথা শুরু হয়।এ খবর পেয়ে তিনি দ্রুত তার শ্বশুর বাড়ি আসে এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মান্দার তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ভর্তি করে দেয়।এদিন সন্ধ্যার আগে সেখানে তার স্ত্রী একটি কন্যা সন্তান প্রসব করে। এসময় তৌহীদ তার স্ত্রী ও সন্তানের কাছে শ্বাশুরীকে রেখে চিকিৎসকের পরামর্শে স্থানীয় বাজারে ওষুধ ক্রয় করতে যায়। এই সুযোগে নবজাত কন্যা সন্তানকে তার স্ত্রী ও শ্বাশুরী স্বাস্থ্য কেন্দ্রে থেকে পালিয়ে যায় বলে তৌহীদ জানান।নবজাতক সন্তান নিয়ে তৌহীদ ইসলাম চরম বেকায়দায় পড়েছে। এঘটনায় তিনি মান্দা থানায় লিখিত অভিযোগ করেছে।এ বিষয়ে তৌহীদ ইসলামের স্ত্রী সাথী আক্তার বলেন,বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল।তার ইচ্ছের বিরুদ্ধে এ সন্তান নেয়া হয়েছে এবং তৌহিদের সংসার করবো না বলেই সন্তান রেখে এসেছি। তৌহীদের অভিযোগের সত্যতা নিশ্চিত করে, মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুর রহমান বলেন, সাথী আক্তার জানিয়েছেন, তিনি স্বামীর সঙ্গে আর সংসার করবেন না এবং সন্তান লালন-পালনে আগ্রহী নন।#