আবু ইসহাক অনিক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার প্রায় আঠারো বছর পার হলেও এখানকার হিন্দু সম্প্রদায়ের জন্য কোনো স্থায়ী মন্দির নির্মিত হয়নি। দীর্ঘদিন ধরে মন্দিরের দাবি জানালেও প্রশাসনের পদক্ষেপের অভাবে রিক্ত হস্তে বছরের পর বছর কাটাচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের উত্তরে ছোট্ট একটি টিনের ঘরে দেবদেবীর মূর্তি রাখা হয়েছে। এটি কোনো স্থায়ী ব্যবস্থা নয়; বরং সাময়িকভাবে নির্মিত। বর্ষাকালে বৃষ্টি হলে আশপাশের জায়গাগুলো তলিয়ে যায়, এবং মন্দির ব্যবহারে অসুবিধা সৃষ্টি হয়। প্রার্থনার সময় ভক্তদের ভিজে কষ্ট করতে হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হিন্দু সম্প্রদায়ের সদস্যরা।
হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ প্রশাসনের কাছে স্থায়ী মন্দিরের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। শিক্ষার্থী অনয় সাহা জয় (১৯- ২০) বলেন,আমাদের দেশে অন্য বিশ্ববিদ্যালয় গুলোতে মন্দিরের স্থায়ী ভবন থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোন স্থায়ী ভবন আমারা পাই নি। বর্ষার দিনে আমরা মন্দিরে গিয়া প্রার্থনা টাও করতে পারি না। অনেক বার শুনেছি মন্দিরের জন্য জায়গা দেয়া হয়েছে কিন্তু বাস্তবায়ন এখনো দেখছি না।প্রশাসনের কাছে অনুরোধ আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি তাদের জন্য মন্দিরের ব্যবস্থা করে দেয়া। পাশাপাশি অন্য ধর্মাবলম্বী দের ও প্রার্থনার জন্য ব্যবস্থা তৈরী করা।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়টির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার বলেন, প্রার্থনা করার জন্য আমাদের উপযুক্ত একটি জায়গা দরকার। হিন্দু ধর্মের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা করছি।