নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন তিনি। এর আগে পররাষ্ট্র সচিব হিসেবে মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
চীনে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত জসিম উদ্দিনকে গত ২০ আগস্ট ঢাকায় বদলির সিদ্ধান্ত নিয়ে অবিলম্বে দায়িত্বভার ত্যাগ করে তাকে ফেরত আসার নির্দেশ দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৩ ব্যাচের কর্মকর্তা জসিম উদ্দিন বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে তৃতীয় স্থান অধিকার করেন। ১৯৯৩ সালে চাকরিতে যোগ দেওয়ার পর টোকিও, দিল্লি, ওয়াশিংটন ও ইসলামাবাদে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৫ সালে রাষ্ট্রদূত হিসেবে গ্রিস এবং পরবর্তী সময়ে কাতারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এদিকে বর্তমান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে এবং ২ সেপ্টেম্বর থেকে তিনি অবসোরত্তর ছুটিতে যাচ্ছেন। তিনি ২০২০ সালের জানুয়ারিতে দায়িত্ব নেন এবং স্বাভাবিক নিয়মে ২০২২ সালের ডিসেম্বরে তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই সময়ে দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। সেই হিসাবে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা এ বছরের ৫ ডিসেম্বর।
অতীতের পরিবর্তন
২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের সময় পররাষ্ট্র সচিব ছিলেন সৈয়দ মোয়াজ্জেম আলি। লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করার দিনই মোয়াজ্জেম আলির চাকরি বাতিল করেন।
এরপর ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনের ঠিক আগে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ২০০৮ সালে দায়িত্ব গ্রহণের পর আওয়ামী লীগ পররাষ্ট্র সচিব পদে পরিবর্তন আনে।