আলকামা রমিন, খুবি প্রতিনিধিঃ
অন্ধকার বিলীন করতে যেমন সূর্য হাসে আপন আলোয়, ঠিক তেমনি নিজেদের চলার জীবনেও অতীতের ভালো মন্দের পর নতুন সময়ের সূচনা হয়। আজ কাল গিয়ে অতীতের খাতায় নাম লিখায়, আবার আগামীকাল হয়ে উঠে আজ। আবার এইতো আজকের এই সময়টুকুই হয়ে যায় অতীতের স্মৃতি। নতুন বছর নানা শ্রেণীর মানুষ ভাবছেন নানাভাবে, শিক্ষার্থীরাও এর বাইরে নয়। নতুন বছরের ভাবনা নিয়ে কথা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ সেশনের নব ভর্তিকৃত শিক্ষার্থীদের সঙ্গে। তাদের ভাবনা তুলে ধরেছেন বাংলা৫২নিউজের খুবি প্রতিনিধি আলকামা রমিন।
সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী মোস্তফা কামাল বলেন, প্রত্যেকটা ছাত্রের একটা স্বপ্ন থাকে আমারও তার ব্যতিক্রম নয়, অনেক স্বপ্ন দেখেছি অবশেষে নতুন বছরেই সে স্বপ্ন ধরা দিল খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে। আমার লক্ষ্য ঠিক রেখে আমি যেন সমাজ ও দেশের কল্যানে জনশক্তি হিসাবে কাজ করতে পারি।
আইন ডিসিপ্লিনের প্রথম বর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান দ্বীপ বলেন, পড়াশুনাতে আগ্রহী ও উদ্যমী ছিলাম ছোটবেলা থেকেই। এ পর্যন্ত নানা রঙ্গিন স্বপ্ন দেখে এসেছি। কখনো ডাক্তার হতে চেয়েছি কখনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আবার কখনো বা পাইলট হতে চেয়েছি। অবশেষে এ বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে আইন ডিসিপ্লিনে চান্স পাওয়া আমার কাছে স্বপ্নের মত। নতুন বছরে নতুন ভাবে স্বপ্ন বুনতে চাই আইন পেশা নিয়ে। দেশের দরিদ্র মানুষকে আইনী পরামর্শ বা সেবা প্রদান করে সহযোগীতা করতে চাই। দেশ ও সমাজের সুবিচার প্রতিষ্ঠা।
সয়েল ওয়াটার এন্ড এনভাইরনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী সাইরুল ইসলাম আসিক বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম। এখানকার পড়ালেখার মান ও পরিবেশ আমাকে আকৃষ্ট করেছে। এ বছর আমি ২০২২ গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে এখানে সয়েল, ওয়াটার এন্ড এনভাইরনমেন্ট ডিসিপ্লিনে ভর্তির সুযোগ পাই। বিজ্ঞান ভিত্তিক সৃজনশীল জ্ঞান অর্জনের মাধ্যমে নতুনভাবে নতুন বছরকে শুরু করতে চাই। সৎ নাগরিক হিসাবে দেশ ও জনগনের কল্যাণই আমার চূড়ান্ত সাফল্য।
ব্যবসায় প্রসাশন ডিসিপ্লিনের শিক্ষার্থী আকাশ পাল বলেন, বিশ্ববিদ্যালয় শব্দটার বিসতৃতি ও বিশালতা বহু ঊর্ধ্বে, সবার বিশ্ববিদ্যালয় জীবন নতুন বছরে নতুনত্বের ছোঁয়ায় রঙিন হোক। বিশ্বের বিদ্যা আহরণ করাটাই হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল লক্ষ্য। শুধুমাত্র দুনিয়াবি প্রফেশন কিংবা অর্থ উপার্জনের জন্য শিক্ষা নয়, মানবিক মূল্যবোধ জাগ্রত হোক প্রতিটি শিক্ষার্থীদের অন্তরে। শিক্ষার পাশাপাশি তরুণ সমাজে নতুন বছর শুরু হোক সমৃদ্ধি আর উদ্ভাবনীমূলক কর্মপরিকল্পনা নিয়ে। সৃষ্টিশীল নব্য চিন্তার উদ্বুদ্ধ হোক এটাই কামনা করছি।
নবীন প্রভাতের নতুন আলোকে, স্বাগত জানাই সকলকে। নতুন বছরের পূর্ণ প্রভাতে ভরে উঠুক খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের মনের নিত্য আমেজ।