দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় এরই মধ্যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার (১০ জানুয়ারি) বিকেলে মন্ত্রিসভা গঠনের অনুমোদনের পর মন্ত্রিসভা গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
পরে সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, যারা নতুন মন্ত্রিসভার দায়িত্ব পেয়েছেন তাদের শপথ গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নতুন মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে যাদের টেলিফোন করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে তারা হলেন: ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আনিসুল হক, ডা. দীপু মনি, ও তাজুল ইসলাম।
এছাড়াও ফোন পেয়েছেন, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ড. আব্দুর রাজ্জাক, হাসান মাহমুদ, আ.ক.মোজাম্মেল হক, মহিবুল হাসান নওফেল, সাধন চন্দ্র মজুমদার, ফরহাদ হোসেন, শাহরিয়ার আলম, নসরুল হামিদ বিপু, জুনায়েদ আহম্মেদ পলক, খালিদ মাহমুদ চৌধুরী।
মন্ত্রী সভায় নতুন মুখ হিসেবে ডাক পেয়েছের, জাহাঙ্গীর কবির নানক, মেজর জেনারেল (অব:) আবদুস সালাম, আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ এ আরাফাত, আবদুর রহমান, কর্নেল ফারুক খান, মো. জিয়া উদ্দিন, সাজ্জাদুল হাসান,কুজেন্দ্র লাল ত্রিপুরা, নাজমুল হাসান পাপন।
বিস্তারিত আসছে………