হার্টের সমস্যা নিয়ে মিডফোর্ডে ভর্তি মা। তার চিকিৎসার টাকা জোগারের জন্য ঢাকায় রিকশা চালান ছেলে মেহেদী হাসান শামীম। এই রিকশাই তার পরিবারের একমাত্র আয়ের মাধ্যম। কিন্তু গত সোমবার রিকশাটি চুরি হয়ে যায় কারওয়ান বাজার থেকে। উপার্জনহীন অবস্থায় বন্ধ হয়ে যায় মায়ের চিকিৎসা। অর্থাভাবে পরিবারের সবাইকে নিয়ে পরেন অকুল পাথারে। এমন অবস্থায় টিম ‘অপারেশন সুন্দরবন’ মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের সনি সিনেমা হলে ‘অপারেশন সুন্দরবন’ টিম এবং র্যারের পক্ষ থেকে মেহেদী হাসান শামীমকে একটি রিকশা উপহার দেয়া হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের পরিচালক দীপংকর দীপন, অভিনেতা জিয়াউল রোশান ও অন্যান্য অভিনেতা ও কলা কুশলীবৃন্দ।
এদিকে চুরি যাওয়া রিকশা উদ্ধারে ও জড়িতদের গ্রেপ্তারে র্যারের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে জানানো হয়েছে।