শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা পরিষদের সড়কটি বেশকয়েক মাস ধরে বেহাল দশার কারণে ভোগান্তিতে ঐ সড়কের পাশের ব্যবসায়ী ও নিয়মিত যাতায়াতকারী জনসাধারণ। টেন্ডার হওয়ার পরেও নানান জটিলতায় সড়কটি সংস্কার করতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক মাস পূর্বে উপজেলা পরিষদে প্রবেশের সড়কটির পুনঃনির্মান ও এর পাশে ড্রেন নির্মানের জন্য সড়কটির দুইপাশ ভাঙ্গা হলে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের অভাবে বেশ কয়েক মাস ধরে ভোগান্তিতে আছে জনসাধারণ।
সড়কের পাশের ব্যবসায়ী ও পথচারিরা জানান, উপজেলা পরিষদের সড়কটির পুনঃনির্মাণ ও সড়কের পাশে ড্রেন নির্মানের জন্য সড়কটির দুপাশ কেটে মাটি ও কঙ্কর সড়কের উপর ফেলার কারণে এই বেহাল দশার সৃষ্টি হয়েছে। যার ফলে আমরা স্থানীয় বাসিন্দারা ভোগান্তিতে আছি। বৃষ্টি হলে পানি ও কাঁদা জমে হেটে যাওয়ারও অনুপযোগী হয়ে যায়। এই সড়ক ও ড্রেইন নির্মাণের টেন্ডার হওয়ার পরও কাজে বিলম্ব হওয়াটা অত্যন্ত দুঃখজনক। তারা আরো জানান, এই সড়ক দিয়ে এমপি, ডিসি, ইউএনও, মেয়র সহ উপজেলার সকল নীতিনির্ধারকরা যাতায়াত করেন। এরপরও সড়কটি মাসের পর মাস এমন বেহাল অবস্থায় পড়ে আছে।
এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক জানান, এই সড়কটি নিয়ে মেয়র মহোদয়ের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই এই সড়কটির কাজ শুরু করবেন।
নবীনগর পৌর মেয়র অ্যাড. শিব শংকর দাস বলেন, এই সড়কটির কাজ অনেক আগেই শেষ হয়ে যেতো, কিন্তু বিভিন্ন জটিলতায় কাজটি শেষ হয়নি। তবে, কিছু দিনের মধ্যেই কাজটি শেষ হয়ে যাবে।