শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে উপ-স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে।
গত শনিবার(২২জুলাই) বিকেলে উপজেলার জিনদপুর ইউনিয়নের জিনদপুর গ্রামে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্ভোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাংসদ এবাদুল করিম বুলবুল।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ একরামুল উল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, নবীনগর পৌর মেয়র অ্যাড. শিব শংকর দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন,ইউপি চেয়ারম্যান রবিউল আওয়াল রবি সহ স্থানীয় ব্যক্তিবর্গ।