শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় থানা প্রশাসনের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালন করা হয়েছে।
শনিবার(২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নবীনগর থানা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নবীনগর উপজেলা সদর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবীনগর থানা প্রাঙ্গণে নবীনগর থানার অফিসার্স ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম। সভায় বক্তব্য প্রদান করেন নবীনগর কমিউনিটি পুলিশিং এর সভাপতি জহির উদ্দীন চৌধুরী শাহান, নবীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোহেল, নবীনগর এস আর মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ বেলায়েত উল্লাহ, সাংবাদিক তাজুল ইসলাম, মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মোঃ আবু কাউসার, নবীনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম জনি প্রমুখ।
এ সময় বক্তারা কমিউনিটি ও পুলিশের সমন্বয় সাধন, জনসাধারণের সমস্যা সমাধান, সামাজিক শৃঙ্খলা ও সুরক্ষায় কমিউনিটি পুলিশিং এর অবদান ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।
সভায় নবীনগর থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।