শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মরহুরম জহিরুল হক খসরু মাষ্টার চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে মক্তব ভিত্তিক কোরআন শিক্ষায় উৎসাহ প্রদানের জন্য ক্ষুদে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও বৃত্তি প্রদান করা হয়।
শুক্রবার (১৫ এপ্রিল) জুমার নামাজ শেষে নবীনগর পৌর এলাকার উত্তর পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ সিরাজুল ইসলাম এবং মোয়াজ্জিন হাফেজ মোঃ সারোয়ার হোসেনের পরিচালনায় এবং মরহুরম জহিরুল হক খসরু মাষ্টার চ্যারিটেবল ট্রাস্টের প্রধান সমন্বয়কারী মোঃ রিফাতুল হকের সার্বিক তত্ত্বাবধানে বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন পান্না, সংগঠনের সভাপতি জাহাঙ্গীর মিয়া, সহ সভাপতি শফিউল্লাহ অপন, সাধারন সম্পাদক মিন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদ আল মামুন রানা, আশরাফুল হকসহ প্রমুখ ব্যক্তি বর্গ।
এ সময় ছয়জন ক্ষুদে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়।
গত বছরও মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়। মক্তব ভিত্তিক কোরআন শিক্ষা প্রসারে এমন কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান সংগঠনের সদস্যগণ।