Wednesday , 24 April 2024
শিরোনাম

নবীনগরে তৃণমূল নেতাকর্মীর কাউন্সিলিং এর মাধ্যমে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় দীর্ঘ ১৭ বছর পর তৃণমূল নেতাকর্মীর কাউন্সিলিং এর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নবীনগর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জুলাই) দিনব্যাপী নবীনগর উপজেলা সদর পৌর এলাকার জল্লাহ্ গ্রামের বুড়ি নদী সংলগ্ন মাঠে নবীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এম এ মান্নানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব নাজমুল আলমের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি (কুমিল্লা বিভাগ) এর সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি (কুমিল্লা বিভাগ) এর সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তকদীর হোসেন মোঃ জসীম, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, অ্যাড. আবু শামীম, মোঃ আরিফ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, মোঃ জহিরুল হক খোকন, অ্যাড. রাজীব আহসান চৌধুরী পাপপু, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশিদ, নুরুজ্জামান লস্কর তপু নবীনগর পৌর বিএনপির আহ্বায়ক গোলাম হোসেন খান টিটু, সদস্য সচিব মোঃ মাসুদ রানা সহ জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

পরে, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে, তৃনমূল নেতাকর্মীর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে বিনা প্রতিদ্বন্দিতায় নবীনগর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান আহ্বায়ক অ্যাড. এম এ মান্নান এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম রাজু। তৃনমূল নেতাকর্মীর ভোট গ্রহণ শেষে ৫৮৬ ভোট পেয়ে নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব নাজমুল আলম। নাজমুল আলমের নিকট তম প্রতিদ্বন্দ্বী মোঃ মালাই মিয়া পেয়েছেন ৫২০ ভোট। একটি ইউনিয়ন ব্যতীত উপজেলা বিএনপির তৃনমূল নেতাকর্মীর সর্বমোট ভোটার সংখ্যা ১৪২০ জন। মোট ভোট প্রদান করা হয়েছে ১১২৪টি এবং ১৮টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে ।

Check Also

কয়রায় নীতি সমস্যা বিশ্লেষণ ও সমাধান কৌশল বিষয়ক প্রশিক্ষণ

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার কয়রায় ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধি ও উপজেলা ভিত্তিক (সিএসও) নেটওয়ার্ক সদস্যদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x