শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অ্যাড.বিনয় চক্রবর্তীকে আহ্বায়ক ও সাংবাদিক সঞ্জয় সাহাকে সদস্য সচিব করে সর্বসম্মতিক্রমে উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ভাবে উদযাপন করার লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শনিবার (২৩/৯) সকাল ১১টায় নবীনগর কেন্দ্রীয় হরিসভা মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত কুমার ভদ্রের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ও নবীনগর পৌরসভার মেয়র অ্যাড. শিব শংকর দাস। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য অঞ্জন ভৌমিক ও প্রবীর দাস নিটু। এ সময় কার্যকরী কমিটির সকল সদস্য ও উপজেলায় অনুষ্ঠিতব্য ১৩৫ টি পূজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বক্তারা আসন্ন পূজায় সুষ্ঠু পরিবেশ, সার্বিক নিরাপত্তা ও বিদ্যুতায়নের উপর গুরুত্ব আরোপ করেন। পরে সভার সভাপতি অজন্ত কুমার ভদ্র নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্তি ঘোষনা করেন। জেলা পূজা উদযাপন পরিষদের দায়িত্বপ্রাপ্ত মেয়র এড. শিব শংকর দাস সহ নেতৃবৃন্দ ও সকল সদস্যের মতামতের ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক এড.বিনয় চক্রবর্তী ও সদস্য সচিব সাংবাদিক সঞ্জয় সাহার নাম ঘোষণা করলে উপস্থিত সকলেই একবাক্যে সমর্থন করে হাত তালি দিয়ে উৎসাহিত করেন। এই আহ্বায়ক কমিটি আগামী শারদীয়া দুর্গোৎসব পালন করার পর ৯০ দিনের মধ্যে ইউনিয়ন কমিটির সম্মেলন শেষে একটি গ্রহণযোগ্য উপজেলা পূজা উদযাপন পরিষদ গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।