শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি), নবীনগর পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলদের গোপন ব্যালটে ভোট দানের মাধ্যমে পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শুক্কুর খান নির্বাচিত হয়েছেন।
দিনব্যাপী সম্মেলনের পর শনিবার (২৯ অক্টোবর) রাত ৮টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে ওবায়দুল হক ওরুফে ভিপি লিটন গরুর গাড়ি প্রতীকে ২৭৩ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম হোসেন খান টিটো মোটর সাইকেলে প্রতীকে পেয়েছেন ২৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুদ রানা ঘোড়া প্রতীকে ২৯৩ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোবারক হোসেন ভূঁইয়া মোরগ প্রতীকে পেয়েছেন ২১৬ ভোট এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শুক্কুর খান আপেল প্রতীক নিয়ে ২৬৫ ভোট পেয়ে বিজয় হন, তার অন্য দুই প্রতিদ্বন্দ্বী মোঃ মাঈউদ্দীন খান আনারস প্রতীকে পেয়েছেন ২১২ ভোট ও আবুল বাসার পেয়েছেন ৩৭ ভোট।
পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৬৩৯ জন কাউন্সিলর গোপন কক্ষে ব্যালটের মাধ্যমে এ দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের ভোট প্রদান করেন।
এর আগে নবীনগর পৌর এলাকার নারায়ণপুর ডি এস ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সম্মেলনে নবীনগর পৌর বিএনপি আহ্বায়ক গোলাম হোসেন খান টিটোর সভাপতিত্বে সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক মোঃ মোস্তাক মিয়া, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল হক, কেন্দ্রীয় বিএনপির সদস্য মোঃ সালাউদ্দিন ভূঁইয়া শিশির।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মান্নান, জেলা বিএনপি নেতা হাফিজুর রহমান মোল্লা কেচি, মোঃ জহিরুল হক,মোঃ নাজমুল করিম প্রমুখ।