শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নে শামীম পারভেজ নামে এক হোমিওপ্যাথি চিকিৎসককে নেশা জাতীয় এ্যালকোহল বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।
জানা যায়, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন মুক্তারামপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ভূয়া হোমিওপ্যাথি চিকিৎসক শামিম পারভেজ (৫০) সলিমগঞ্জ বাজারে সুফলা হোমিও ফার্মেসীতে হোমিওপ্যাথি চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে নেশা জাতীয় এ্যালকোহল বিক্রি করে আসছিলেন।
শুক্রবার (৪ মার্চ) রাত ৯ টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন এবং নবীনগর থানার এসআই মোঃ নাজিম উদ্দিন এর সঙ্গীর ফোর্স অভিযান চালিয়ে সলিমগঞ্জ বাজার থেকে হোমিওপ্যাথি চিকিৎসক শামিম পারভেজকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।