শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ টি মামলায় মোট ৬০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার(১০ জানুয়ারী) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানের নেতৃত্বে ও নবীনগর থানার একদল আইনশৃঙ্খলা বাহিনীর পরিচালিত ভ্রাম্যমান আদালতে নবীনগর পৌর এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করায় সড়ক পরিবহন আইন ২০১৮ এবং হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় ১৩ টি মামলায় মোট ৬০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নবীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, যানজট নিরসন ও পথচারীদের চলাচলের সুবিধার কথা বিবেচনায় এবং সকলের জন্য স্বাস্থ্যকর খাবার নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।