Thursday , 25 April 2024
শিরোনাম

নবীনগরে মাদ্রাসা শিক্ষার্থীদের মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের বৃত্তি প্রদান

শুভ চক্রবর্ত্তী, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলারহ মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের আয়োজনে আলিম পরীক্ষা-২০২১ সালের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শনিবার (২৮ মে) সকালে উপজেলার ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়েদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে প্রাত্যহিক সমাবেশ অনুষ্ঠানে উক্ত মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ হামদ-নাত প্রতিযোগিতা জেলায় প্রথম স্থান অর্জনকারী নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তন্নি আক্তারকেও মেধাবৃত্তি দেওয়া হয়।
মেধা বৃত্তির অনুষ্ঠান উদ্বোধন করেন ট্রাস্টের চেয়ারম্যান মোঃ রিফাতুল হক।

অনুষ্ঠানে ট্রাস্টের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও আশরাফুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়েদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ মোঃ আবুল খায়ের। মাদ্রাসার পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, ট্রাস্টের পক্ষে বক্তব্য রাখেন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক জামাল হোসেন পান্না।
এসময় উপস্থিত ছিলেন, ট্রাস্টের সহসভাপতি শফিউল্লাহ অপন, সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদ আল মামুন রানা, সদস্য এম এ হালিম জনি, সাংবদকর্মী দেলোয়ার হোসেন সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও প্রত্যেকে এককালীন অর্থ প্রদান করা হয়।

এ সময় মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান রিফাতুল হক জানান, মাদ্রাসা শিক্ষাকে উৎসাহিত করার জন্য উক্ত ট্রাস্ট এই কার্যক্রম অব্যাহত থাকবে॥

Check Also

দুই ভাইয়ের হত্যাকান্ড মধ্যযোগীয় বর্রবরতাকেও হার মানিয়েছে- প্রাণীসম্পদ মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে সামাজিক সম্প্রীতি কমিটির সভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x