শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৭/১০) বেলা ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর থানার ওসি মাহবুব আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাড. বিনয় চক্রবর্তী, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, নবীনগর ফায়ার সার্ভিসের প্রতিনিধি সুব্রত সরকার, আনসার-বিডিপির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিবৃন্দ প্রমুখ।
বক্তাগণ উপজেলার ১৩৩টি মণ্ডপে অনুষ্ঠিতব্য শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ভাবে উদযাপন, সার্বিক নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং পূজামণ্ডপের আশেপাশে নেশাদ্রব্য গ্রহণ ও উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোর ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।