শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আহাম্মদপুর গ্রামে ইভটিজিং এর ঘটনা মিমাংসার সময় উত্তেজিত হয়ে সদ্য এইচএসসি পাশ করা শিক্ষার্থী আরিফুল ইসলাম রাফি ভূঁইয়া (১৮) কে ছুরির আঘাতে হত্যার দায়ে দূর্বৃত্ত প্রদীপ হাসান (২০) কে ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করে নবীনগর থানা পুলিশ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় আরিফুল ইসলাম রাফি ভূঁইয়া আহাম্মদপুর গ্রামের একটি মেয়েকে ইভটিজিং করার বিষয়টি মিমাংসা করতে গেলে, কথা-কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে ঐ স্থান ত্যাগ করে অভিযুক্ত প্রদীপ হাসান। এর পরপর-ই রাস্তায় পেয়ে আরিফুল ইসলাম রাফি ভূঁইয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দূর্বৃত্ত প্রদীপ।
গুরুতর অবস্থায় আরিফুল ইসলাম রাফি ভূঁইয়াকে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধায় জানাযার নামাজের পর পরিবারের লোকজন আহাম্মদপুর কবরস্থানে তাকে দাফন করে। সদ্য এইচএসসি পাশ করা শিক্ষার্থী, আহাম্মদপুর গ্রামের নিয়ামুল ভুইয়ার ছেলে আরিফুল ইসলাম রাফি ভূঁইয়ার মঙ্গলবার (২৯মার্চ) ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে পুলিশ কনস্টবল পদে লিখিত পরিক্ষা দেবার কথা ছিলো।
এ ঘটনার পর নবীনগর থানায় এখনো কোন মামলা হয়নি।
এ বিষয়ে ওসি (তদন্ত) নুরে আলম জানান, ঘটনার ২৪ ঘন্টা পার হবার আগেই বিশেষ অভিযান পরিচালনা করে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করেছে এনং আরো দুই,তিন জনের নাম বলেছে তদন্ত স্বাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।