শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষজনদের নিয়ে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। সমাবেশে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পৌর মেয়র অ্যাড. শিব শংকর দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড.সুজিত কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম সরকার, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা, সাংবাদিক জালাল উদ্দীন মনির, আবু কাওসার, ইউপি চেয়ারম্যান মুফতি আমজাদ হোসাইন, নবীনগর এস আর মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ বেলায়েত উল্লাহ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত ভদ্র প্রমূখ।
এ সময় বক্তারা নবীনগরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, নবীনগরে অতীতেও সকল সম্প্রদায়ের মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আসন্ন শারদীয় দূর্গোৎসবে যেন কোনো ভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সেজন্য সকলের সমন্বয়ে সাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের উপরও গুরুত্বারোপ করেন বক্তাগণ।
সমাবেশে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, , আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, ইমাম, পুরোহিত, শিক্ষক সহ উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।