শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, রাগ সঙ্গীতের বরপুত্র সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৫০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) দুপুরে তাঁর নিজ জন্মস্থান নবীনগর উপজেলার শিবপুরে ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া টিপুর সভাপতিত্বে ও অধ্যাপক মহসিন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, শিবপুর ইউপি চেয়ারম্যান এম আর মজিব, অত্র কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন, সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা রাগ সঙ্গীতে আলাউদ্দিন খাঁর অবদান তাঁর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন।
প্রসঙ্গত, আলাউদ্দিন খাঁ ১৮৬২ সালে নবীনগর উপজেলার শিবপুর গ্রামে সবদর হোসেন খাঁ এবং মা সুন্দরী বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর ভারতের মাইহারের ‘মদিনা ভবনে’ তিনি মৃত্যুবরণ করেন।