শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত (সি আর এ ২৫৮৪৩) স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
শুক্রবার(২২ জুলাই) সন্ধ্যায় নবীনগর উপজেলা সদর এলাকার সমবায় মার্কেটের তৃতীয় তলায় আড়ম্বরপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের উপদেষ্টা, লোক সাহিত্য সংগ্রাহক, আবৃত্তিশিল্পী ও শিক্ষক জালালউদ্দিন ভূইয়া বিপ্লবের পরিচালনা ও উপস্থাপনায় স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, নবীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম মিনাজ, শিক্ষক মিল্কি মোহাম্মদ রেজা,শিক্ষক আব্দুল মোতালিব, উপজেলা শিক্ষা অফিসের অবঃ কর্মকর্তা জসীম উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের প্রভাষক আইনুল হক, স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক শ্যামল বর্মন শিমুল, অর্থ সম্পাদক কবি নাছিমা আক্তার স্মৃতি, আবৃত্তিশিল্পী শুভেন্দু চক্রবর্তী শুভ, সংবাদকর্মী সাধন সাহা, আলমগীর হোসাইন,আবুল বাসার মুন্সি, কিশোর সাহা প্রমুখ ব্যক্তিবর্গ।
এসময় আমন্ত্রিত অতিথিগণ সাহিত্য চর্চায় স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের ভূয়সী প্রশংসা করে,সংগঠনটির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন।
পরে প্রভাষক আইনুল হকের ৫ বছরের শিশু কন্যার হাত দিয়ে স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের পঞ্চম বার্ষিকীর কেট কাটা হয়।