শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা থেকে বহুল আলোচিত বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামরুল হাসান (৩২)কে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (১৮ জুলাই) র্যাব-৩ এর সহায়তায় এলাকার বিভিন্ন স্থানে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত নিয়মিত মামলার আসামী গ্রেফতার অভিযান কালে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নবীনগর উপজেলা সদর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে কামরুল হাসান (৩২)কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে নবীনগর থানার অফিসার্স ইনচার্জ আমিনুর রশিদ জনান, বিশ্বজিৎ দাস হত্যা মামলায় কামরুল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ছিলেন আদালত। গত সোমবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ২০১২ সালের ৯ই ডিসেম্বর সরকার বিরোধী আন্দোলন চলাকালে রাজধানী ঢাকায় তথাকথিত ছাত্রলীগের কর্মীদের হামলায় নিহত হয় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর গ্রামের দাসপাড়া মহল্লার বাসিন্দা অনন্ত দাসের ছেলে বিশ্বজিৎ দাস নামে এক দর্জি। এ হত্যাকাণ্ডের মামলা দায়ের করার পর, তা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ২০১৩ সালের ৮ ডিসেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ বি এম নিজামুল হক এ মামলায় রায় প্রদান করেন। উক্ত রায়ে ২১ আসামির মধ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।