শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত ৮০ কোটি ৮২ লক্ষ ১৪ হাজার ৬৪১ টাকা ৫১ পয়সার বাজেট ঘোষণা করেন মেয়র অ্যাড. শিব শংকর দাস।
নবীনগর পৌরসভায় মঙ্গলবার(২৮/৬) দুপুরে মেয়রের নিজস্ব কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়।
নবীনগর পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ৮০ কোটি ৮২ লক্ষ ১৪ হাজার ৬ শত ৪১ টাকা ৫১ পয়সা এবং রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৮০ কোটি ৪৫ লক্ষ ১৯ হাজার ৩০ টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাত থেকে উদ্বৃত্ত অর্থের পরিমাণ ধরা হয়েছে ৩৬ লক্ষ ৯৫ হাজার ৬ শত ১১টাকা ৫১ পয়সা।
মেয়র অ্যাড. শিব শংকর দাসের সভাপতিত্বে বাজেট ঘোষিত সভায় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, সচিব বেলজুর রহমান খান, হিসাব রক্ষণ কর্মকর্তা জামাল উদ্দিন, কাউন্সিল, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
এ বছর বাজেটে পৌর এলাকায় বিদ্যুতায়ন, পৌর ভবন, শিশু পার্ক, অডিটোরিয়াম, কসাইখানা, কবরস্থান, শ্মশান, বর্জ্যব্যবস্থাপনা, বস্তি উন্নয়ন ও পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা সহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত করা হয়েছে ।