নাটোরের বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তৃণমূলের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নূরে আলম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মেমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম জহির,,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা, যুগ্ম আহবায়ক মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আগামী কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে এবং তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সভায় বক্তারা আরও বলেন, বনপাড়া শহর স্বেচ্ছাসেবক দলে কোনো অনুপ্রবেশকারী বা আওয়ামী লীগের এজেন্টদের স্থান দেওয়া হবে না। গত ১৭ বছরে যারা দলের দুঃসময়ে নানা জুলুম-নির্যাতন সহ্য করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।