নিজস্ব প্রতিবেদক:
নানা আয়োজনের মধ্যদিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রতিষ্ঠার আঠারো বছর অনুষ্ঠান উদযাপিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় ঢাকার খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউট অডিটরিয়ামে ইউনিভার্সিটির গৌরবময় ১৮ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও কনসার্টে জনপ্রিয় ব্যান্ডদল ‘চিরকুট’, সঙ্গিতশিল্পী তনু চৌধুরী, দিপেন মহাজন সংগীত পরিবেশন করেন।
মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুনিরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ। পুনর্মিলনীতে শিক্ষার্থীদের প্রধান আকর্ষণ ছিল র্যাফেল-ড্র যার প্রথম পুরস্কার একটি ব্রান্ড নিউ মোটর বাইক এছাড়াও আরো ১৪ টি উল্ল্যেখযোগ্য পুরস্কার ছিল।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মুনিরুজ্জামান (ভারপ্রাপ্ত) এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশ্বঃবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ব্যবসায় প্রশাসন বিভাগের এবিএম মাহাবুবুল আলম ( হেড অব অর্গানাইজেশন ডেভেলপমেন্ট , এইচআর, আবুল খায়ের গ্রুপ) একই বিভাগের খালিদ হোসাইন, (বিজনেস হেড, যাইনেক্স গ্রুপ),সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ছাত্র মোঃ রায়হান চৌধুরী ( হেড অব ডিজিটাল চ্যানেল এন্ড প্লাটফর্ম আইটি, গ্রামীনফোন), ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ছাত্র মোঃ বদিউজ্জামান (সাইন্টিয়া পিএইচডি ক্যান্ডিডেট, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, সিডনি এবং নির্বাহী পরিচালক, ম্যানগ্রুপ ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি)। এছাড়াও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব মোঃ ইকবাল আনোয়ার সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠান শেষ করেন।