মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
নানা আয়োজনে বান্দরবানে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট শুক্রবার সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শেখ কামালের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপরে আওয়ামীলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, যুবলীগ, কৃষকলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী,যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর,পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারন সম্পাদক শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন,পার্বত্য জেলা পরিষদ,পুলিশ এর কর্মকর্তারাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা শেখ কামালের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এছাড়াও শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় জেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের নেত্রী ও ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর এ্যামেচিং মারমা, মহিলা আওয়ামী লীগের নেত্রী ও ১,২,৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর দীপিকা তংচঙ্গা, বান্দরবান জেলা ছাত্র লীগের সভাপতি কাউসার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীল, কলেজ শাখা ছাত্র লীগের নেত্রীবৃন্দ, সদর উপজেলা ছাত্র লীগের সভাপতি হ্লামংনু মারমা (হ্লাগ্য), সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সিয়াম, বান্দরবান ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর মুহাম্মদ কালু, সাধারণ সম্পাদক মোঃ জলিল হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল বশর সওদাগর, সাধারণ সম্পাদক ঝন্টু দাশ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ দক্ষিণ শাখার সভাপতি মোঃ আবুল কালাম, দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক সুনীল কান্তি দাশ প্রকাশ সোনা রাম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ উত্তর শাখার সভাপতি মোঃ মামুন, সাধারণ সম্পাদক রিপন, কালাঘাটা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: মিলন কোম্পানি, সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া’সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।