ঢাকা , শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল বন কর্মকর্তার ১৭ স্ত্রী, বিচার দাবিতে মানববন্ধন নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় রদবদলের আভাস বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের পারস্পারিক মতবিনিময় সভা কাপ্তাইয়ে যুবকের রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক ধারণা জামায়াতে ইসলামী ‘একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না’- হর্ষ বর্ধন শ্রিংলা ইসরাইলের ঔদ্ধত্যে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন তারেক রহমান পাংশায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন : প্রেস সচিব জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু ‘বাধ্যতামূলক অবসরে’ গণপূর্তের প্রকৌশলী

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫-২৬ বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কর্তৃক ঘোষিত পূর্ণ প্যানেল

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সমিতির আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এ নির্বাচনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের ব্যানারে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট এ. হাফিজ মোল্লাহ, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহা. মাঈন উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আমিন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম এবং আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান। সদস্য পদে রয়েছেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা, অ্যাডভোকেট আফরোজা জাহান, অ্যাডভোকেট রাকিবুল হাসান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম।

নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে ইতোমধ্যে ১২ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা এবং সহ-সভাপতি হয়েছেন অ্যাডভোকেট শাহাদাত আলী ইমন।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মো. মাঈন উদ্দিন মিয়া বলেন, ল’ইয়ার্স কাউন্সিলের প্রার্থীরা ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এতে আইনজীবীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কোনো বাধা-বিঘ্ন ছাড়াই আইনজীবীরা নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনের প্রতি তিনি নির্বাচনবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

প্রার্থীরা অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের কিছু প্রার্থী নির্বাচন কমিশনের আরোপিত বিধিনিষেধ অমান্য করার চেষ্টা করছেন। এ বিষয়ে তারা নির্বাচন কমিশনের সতর্ক দৃষ্টি কামনা করেন এবং বিধি লঙ্ঘন হলে আইনগত পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন।

সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট এ. হাফিজ মোল্লাহ বলেন, নারায়ণগঞ্জ বার নির্বাচন সারা বাংলাদেশের জন্য একটি রোল মডেল হবে। তিনি প্রতিশ্রুতি দেন, দুর্নীতিমুক্ত এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বার গঠনের মাধ্যমে আইনজীবীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করবেন। তার ভাষ্যে, এ নির্বাচনের ফলাফল হবে ন্যায়বিচার প্রতিষ্ঠার নতুন অঙ্গীকার।

প্রার্থীরা আরও জানান, তাদের লক্ষ্য একটি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক আইনি পরিবেশ প্রতিষ্ঠা করা। এজন্য তারা কোনো প্রকার গোপন সমঝোতায় যাবে না, বরং নির্বাচনের মাধ্যমেই নেতৃত্বে আসতে চান। তাদের বিশ্বাস, ২৮ আগস্টের নির্বাচনে ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সবুজ প্যানেল বিজয়ী হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:৩৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
৫৭৯ Time View

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫-২৬ বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কর্তৃক ঘোষিত পূর্ণ প্যানেল

আপডেটের সময় : ০৯:৩৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সমিতির আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এ নির্বাচনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের ব্যানারে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট এ. হাফিজ মোল্লাহ, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহা. মাঈন উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আমিন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম এবং আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান। সদস্য পদে রয়েছেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা, অ্যাডভোকেট আফরোজা জাহান, অ্যাডভোকেট রাকিবুল হাসান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম।

নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে ইতোমধ্যে ১২ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা এবং সহ-সভাপতি হয়েছেন অ্যাডভোকেট শাহাদাত আলী ইমন।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মো. মাঈন উদ্দিন মিয়া বলেন, ল’ইয়ার্স কাউন্সিলের প্রার্থীরা ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এতে আইনজীবীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কোনো বাধা-বিঘ্ন ছাড়াই আইনজীবীরা নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনের প্রতি তিনি নির্বাচনবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

প্রার্থীরা অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের কিছু প্রার্থী নির্বাচন কমিশনের আরোপিত বিধিনিষেধ অমান্য করার চেষ্টা করছেন। এ বিষয়ে তারা নির্বাচন কমিশনের সতর্ক দৃষ্টি কামনা করেন এবং বিধি লঙ্ঘন হলে আইনগত পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন।

সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট এ. হাফিজ মোল্লাহ বলেন, নারায়ণগঞ্জ বার নির্বাচন সারা বাংলাদেশের জন্য একটি রোল মডেল হবে। তিনি প্রতিশ্রুতি দেন, দুর্নীতিমুক্ত এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বার গঠনের মাধ্যমে আইনজীবীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করবেন। তার ভাষ্যে, এ নির্বাচনের ফলাফল হবে ন্যায়বিচার প্রতিষ্ঠার নতুন অঙ্গীকার।

প্রার্থীরা আরও জানান, তাদের লক্ষ্য একটি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক আইনি পরিবেশ প্রতিষ্ঠা করা। এজন্য তারা কোনো প্রকার গোপন সমঝোতায় যাবে না, বরং নির্বাচনের মাধ্যমেই নেতৃত্বে আসতে চান। তাদের বিশ্বাস, ২৮ আগস্টের নির্বাচনে ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সবুজ প্যানেল বিজয়ী হবে।