হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
নারীদের অর্থনৈতিক মুক্তি বাংলাদেশের উন্নয়ন। সুশিক্ষিত সকল নারীদের কে একত্রিত করতে পারলেই আমরা দেশকে উন্নতি করতে পারব। আর সে লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করছে। আসুন পুরুষের পাশাপাশি নারীদেরও কে সম্মান করি। সকলে ঐক্যবদ্ধ দেশ গড়ার কাজে ব্রতী হই।
শনিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে জয়ীতা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নবনিযুক্ত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার একথা বলেন।
উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফেরদৌস নাজনীন সুমনা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা।
বক্তারা বলেন, প্রতিটি পুরুষের জীবনে স্বাবলম্বী হতে নারীর ভূমিকা অনন্য। কখনোই নারীদেরকে পিছে রেখে নিজেদের উন্নয়ন সম্ভব নয়। এজন্যই নারী-পুরুষ উভয়েই সমতায় প্রতিটা পরিবারের অর্থনৈতিক মুক্তি সম্ভব।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পাঁচজন জয়িতা নারীকে সম্মাননা তুলে দেন উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস ও প্রধান অথিতি বাবুল আখতার। এরা হলেন অর্থনীতিতে স্বাবলম্বী হওয়া মিতালী রানী, শিক্ষা ও চাকরিতে অবদান রাখায় কাকলি রানী মজুমদার, সফল জননী নারী হিসাবে শামিমা ইসলাম, নির্যাতনের বিভীষিকা ভুলে নিজেকে স্বাবলম্বী হওয়া নাজমা খাতুন ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান লাখাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক নারীরা অংশগ্রহণ করেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।