আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন পেশাজীবি নারীদের কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ। ভোলা জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ও জেলা পর্যবেক্ষক আরিফুল ইসলামের পর্যালোচনায় নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন জেলা ও সদর টিমের সদস্যবৃন্দ। এ সময় আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন-
নারী মানেই শুধুমাত্র কোমলতা নয়, সে লড়াই করতে জানে, বাধা ভাঙতে জানে, স্বপ্ন গড়তে জানে। নারী শুধু ঘরের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়—সে একজন মায়ের মমতা, একজন কন্যার ভালোবাসা, একজন বোনের নির্ভরতা, একজন স্ত্রীর সঙ্গী হওয়া ছাড়াও সে এক কর্মদক্ষ নেতৃত্ব।
৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস, শুধু উদযাপনের দিন নয়—এটি নারীদের সম্মান ও অধিকার নিয়ে নতুন করে ভাবার দিন। নারীকে কখনো দুর্বল ভাবার সুযোগ নেই, কারণ সে জন্মদাত্রী, সে প্রতিটি নতুন জীবনের সূচনা। যে সমাজ নারীকে সমান সম্মান দেয়, সে সমাজই প্রকৃত উন্নতির পথে এগিয়ে যায়।
কেন্দ্রীয় সভাপতি তাজজউদ্দিন নাইম বলেন- নারী শুধু স্বপ্ন দেখে না, সে সেই স্বপ্ন পূরণ করতেও জানে! তাই আসুন, আমরা নারীদের শুধু একদিন নয়, প্রতিদিন সম্মান করি, ভালোবাসি, তাদের পাশে দাঁড়াই। কারণ, নারী এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে, সমাজ এগিয়ে যাবে, বিশ্ব এগিয়ে যাবে।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হোসেন ফরাজি বলেন,ইসলামে নারীর মর্যাদা অপরিসীম। মায়ের পায়ের নিচে জান্নাত, একজন কন্যার সঠিক লালনপালনে জান্নাতের সুসংবাদ, এবং স্ত্রীর প্রতি ভালোবাসা ও দয়ালু আচরণ করা ইসলামের অন্যতম আদর্শ। অথচ সমাজের কিছু অংশ আজও নারীদের ছোট করে দেখে, তাদের অধিকার হরণ করে, তাদের স্বপ্নকে অবদমিত করে। কিন্তু পরিবর্তন শুরু হয় চিন্তাধারা থেকে, আর সেই পরিবর্তনের জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ভোলা জেলা যুগ্ন আহ্বায়ক হাসনা আক্তার বলেন- নারীর উন্নতি মানেই সমাজের উন্নতি। একটি শিক্ষিত নারী মানে একটি শিক্ষিত প্রজন্ম, একটি আত্মনির্ভরশীল নারী মানে একটি শক্তিশালী অর্থনীতি। তাই আমাদের কে শুধু ভালোবাসা নয়, সমান সুযোগ, সমান মর্যাদা ও সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও বোর্ড অফ ট্রাষ্টি (পরিচালনা পরিষদের) চেয়ারম্যান আক্তার হোসেন বলেন- নারী শক্তি, নারী জাগরণ—এগিয়ে যাবে নতুন প্রজন্ম।
নারীদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করার জন্য দেশ/রাষ্ট্র পরিচালকদের আহ্বান-
১. শিক্ষা, কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের সমান সুযোগ নিশ্চিত করুন।
২. নারীর প্রতি সহিংসতা, অবহেলা ও অবমূল্যায়ন বন্ধ করতে সচেতন হন।
৩. নারীদের প্রতিভা ও মেধাকে মূল্যায়ন করুন, তাদের স্বপ্ন পূরণে পাশে থাকুন।
নারী দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিন নয়, এটি নারী শক্তির উদযাপন এবং তাদের প্রকৃত মর্যাদা দেওয়ার শপথ নেওয়ার দিন। কারণ নারী এগোলে দেশ এগোবে, বিশ্ব এগোবে।