Friday , 19 April 2024
শিরোনাম

নিউমার্কেটে দোকান খোলার পর ঢাকা কলেজের সামনে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার : ঢাকা কলেজের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। দুই দিন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের পর আজ (বুধবার) নিউমার্কেটের দোকান খুলতে শুরু করে। এর ঘণ্টা দুয়েক পরই এ বিস্ফোরণের ঘটনা ঘটলো। তবে কে বা কারা এ ককটেল ফাটিয়েছে তা জানা যায়নি।

জানা গেছে, বুধবার (২০ এপ্রিল) বিকেলে নিউমার্কেট খুলে দেওয়া হয়েছে এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের ফটকের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা নিউমার্কেট খোলার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে নিউমার্কেটের সামনেসহ আশপাশের এলাকায় ব্যবসায়ী ও দোকান কর্মচারীরাও অবস্থান নেন। বিকেল ৫টার পর ঢাকা কলেজের সামনে পর পর ছয় থেকে সাতটি ককটেল বিস্ফোরিত হয়। এতে ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। সড়ক দিয়ে যানবাহন দ্রুত গতিতে চলে যেতে দেখে যায়।

ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান  বলেন, আমরা খবর পেয়েছি ঢাকা কলেজের ভেতরে ছয়টি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এ ককটেল কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।

গত সোমবার রাতে ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে নিউমার্কেট এলাকার ব্যবসায়ী-হকারদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। গতকাল মঙ্গলবার সারাদিন এ সংঘর্ষ চলে। দুদিনের সংঘর্ষে এ পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের ১৫ জন সাংবাদিক, ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী এবং ২৫ জন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের ঘটনায় নাহিদ (১৮) নামের এক কুরিয়ার সার্ভিসকর্মী মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Check Also

ইসরাইলের হামলায় ইরানে বিমান চলাচল বন্ধ, ইরাকে ব্যাপক বিস্ফোরণ

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। এর পরই ইরানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x