স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনে বিএনপি আসবে কিনা, সেটা তাদের বিষয়। তবে রাজনৈতিক দল হিসেবে তাদের নির্বাচনে আসা উচিত।
মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে নব-নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা অতীতে দেখেছি, ষড়যন্ত্রের মাধ্যমে যারা নির্বাচনে এসেছে, কিংবা ক্যান্টনমেন্টের সহযোগিতায় ক্ষমতায় এসেছে, আমাদের আদালত তাদের অনির্বাচিত ঘোষণা করেছেন।
নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ির আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন চালুর বিষয়ে তিনি বলেন, স্থলবন্দর ও চেকপোস্ট চালুর বিষয়টি নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতায়। নৌ পরিবহন মন্ত্রণালয় যেদিনই চাইবে, আমরা সেদিনই ইমিগ্রেশন চালু করে দেবো।
বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের পর ফলকের পাশেই একটি কামিনী ফুলের চারা রোপণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।