Friday , 29 March 2024
শিরোনাম

নির্বাচন নিয়ে কোনো কূটকৌশল করতে পারবেন না: সিইসি

দেশের বিরোধী দলগুলোকে সাহসের সঙ্গে দৃঢ়ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে ইসির নিবন্ধনে থাকা ১১৮টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার মধ্য থেকে ৩২ জন প্রতিনিধির সঙ্গে সংলাপ শেষে তিনি এ কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচন স্বচ্ছ হবে উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনে প্রতিযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশিত। নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয়, তাহলে প্রকৃত পক্ষে তা নির্বাচনই নয়। এবার নির্বাচন নিয়ে কেউ কূটকৌশল করতে পারবে না।

ইভিএম খুবই সুবিধাজনক যন্ত্র উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, অনেক সময় ভোটকেন্দ্রে সহিংসতা হয়। ইভিএম ব্যবহার করে ভোটকেন্দ্রগুলোর সহিংসতা কিছুটা কমানো সম্ভব।

সংলাপে অংশগ্রহণ করেন লাইট হাউসের নির্বাহী প্রধান মো. হারুন অর রশিদ, আইন ও সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নাজমুন নাহার, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আবেদ আলী, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সঞ্চিতা তালুকদার, ডরপের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম নোমান, টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম, হিউম্যান রাইটস ডিজএবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রাজীব শেখ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা-মানবাধিকারের নির্বাহী পরিচালক মো. জালাল উদ্দিন, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, হাইলাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম, আদর্শ পল্লী উন্নয়ন সংস্থার (আপউস) নির্বাহী পরিচালক মো. আব্দুল হাই, বাংলাদেশ আলোকিত প্রতিবন্ধী পুনর্বাসন সোসাইটির চেয়ারম্যান সানজিদা রহমান, মুভ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাইফুল হক, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ারের মহাসচিব মো. আসিফ মাহমুদ, উত্তরণের প্রধান নির্বাহী শহিদুল ইসলামসহ প্রমুখ।

Check Also

রিয়াদে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফারুক আহমেদ চাঁন,মধ্যপ্রাচ্য ইনচার্জ!! রিয়াদে বাথা সামসিয়া মার্কেটে ইনভেস্টার লায়ন ইসমাইল হোসেন অডিটোরিয়াম এ প্রবাসী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x