ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বিজয়নগরের দোতলা ভবনের আগুন। রাত ৮টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয়নগরের হোটেল ৭১-এর গলির একটি দোতলা ভবনের ওপরে থাকা টিনশেডের একটি হোটেলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বিজয়নগরের একটি খাবার হোটেলে আগুন লেগেছে বলে খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ১৩টি ইউনিট একযোগে কাজ করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানিয়েছেন, ঘটনাস্থলে ১৩টি ইউনিট কাজ করে রাত ৮টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ভবনটির দোতলায় হামীম ইলেকট্রনিকসের গোডাউন রয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ১৫ আগস্ট রাজধানীর চকবাজারের দেবী ঘাটে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়। তারা সবাই স্থানীয় বরিশাল হোটেলের কর্মচারী। ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বরিশাল হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে।