Wednesday , 24 April 2024
শিরোনাম

নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর নিউমার্কেট এলাকার নীলক্ষেত বই মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রুজিনা আক্তার।

রুজিনা আক্তার জানান, নিউমার্কেট থানার নীলক্ষেত বইয়ের মার্কেটে আগুন লেগেছে। সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে আগুনের খবর পাওয়া গেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি। প্রথমে পাঁচটি ইউনিট যায়। পরে আরো চারটি যোগ দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নীলক্ষেত শাহজালাল মার্কেটের সামনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুতই সেটি ভেতরের দিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

নিউমার্কেট মুখি সব রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে। আশেপাশের দোকানপাট বন্ধ করে দোকানিরা রাস্তায় নেমে এসেছেন। উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশ সদস্যরা হিমশিম খাচ্ছেন।

Check Also

তাপপ্রবাহে বাংলাদেশের শিশুরা রয়েছে ‘অতি উচ্চঝুঁকিতে’

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট জানিয়েছেন, তাপপ্রবাহের কারনে বাংলাদেশের শিশুরা স্বাস্থ্যগত উচ্চঝুঁকিতে রয়েছে। বুধবার (২৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x