জানা গেছে, জেলার চিলাহাটির মুক্তিরহাটে ডাঙ্গাপাড়া পূর্ব ভোগডাবুড়ী বাংলাদেশ রাইফেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বিটুল, দুই সহকারী শিক্ষক আব্দুল মজিদ ও কারিমুল ইসলাম মিল্লাল গত শুক্রবার রাতের অন্ধকারে রেললাইন সংলগ্ন এলাকা থেকে ৭টি ইউকালেক্টর গাছ কর্তন করে। এ সময় এলাকাবাসী বাধা দিতে গেলে সহকারী শিক্ষক কারিমুল ইসলাম মিল্লাল এলাকাবাসীকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। রাতের অন্ধকারে গাছ নিয়ে আসার সময় সাহার মোড় নামক এলাকায় স্থানীয় ব্যক্তিকে আটক করলে এক পর্যায়ে সেখানে বাকবিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে সবকিছু ম্যানেজ করে ওই তিন স্কুল শিক্ষক গাছগুলো স্থানীয় পাইকারের কাছে বিক্রি করে দেন।
জানতে চাইলে ওই স্কুল শিক্ষকরা এ ব্যাপারে কথা বলতে নারাজ।
বাংলাদেশ রেলওয়ে পাকসি ডিভিশন এসএসএই (আইডব্লিউ) শরিফুল আজিম জানান, রেল সেন্টার থেকে যদি আমাদের আয়ত্তে থাকে তাহলে এটা বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আমি প্রয়োজনের ব্যবস্থা নেব। আর যদি রেলের জায়গায় না হয় তাহলে ওই শিক্ষকরা টেন্ডার ছাড়া গাছ কাটতেই পারবে না।
সুধী মহল জানান, ঠিক ইফতারের সময়ে ওই শিক্ষকদের বিক্রি করা গাছ পাইকার কাটে। এ ব্যাপারে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে চাইলে তিনি গাছ কাটার ব্যাপারে কথা বলবেন না বলে জানান।