প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের নতুন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালকে অভিনন্দন জানিয়েছেন।
আজ নেপালের নতুন প্রধানমন্ত্রীকে পাঠানো এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা লেখেন, ‘নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নির্বাচনের জন্য আমি আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে গৌরব বোধ করছি, নেপালের মানুষের আপনাকে নির্বাচন আপনার দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের প্রতি তাদের বিশ^াস ও আস্থারই প্রতিফলন।’
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আপনার দীর্ঘ অভিজ্ঞতা নেপালকে সমৃদ্ধির উচ্চ পর্যায়ে নিয়ে যাবে।’
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার আজ বাসসকে এ তথ্য জানিয়েছেন।
শেখ হাসিনা বলেন, ‘দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে আমি আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।’
তিনি আরো বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আপনার পদে থাকাকালীন, আমরা যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করি তা অভিন্ন স্বার্থ এবং সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোতে, বিশেষ করে যোগাযোগ, বাণিজ্য, পর্যটন, বিদ্যুৎ এবং মানুষে-মানুষে যোগাযোগের ক্ষেত্রে আরও বিস্তৃত এবং গভীর হবে।’
প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রীকে যত শিগগিরই সম্ভব তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
তিনি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল এবং নেপালের বন্ধুত্বপূর্ণ জনগণের জন্য-অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।
শেখ হাসিনা পুষ্প কমল দাহালকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছাও জানান।বাসস