নোবিপ্রবি প্রতিনিধিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে (নোবিপ্রবি) ইউজিসি কর্তৃক নির্দেশিত জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন ২০২২) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন কমিটির সহযোগীতায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন( ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ফেরদৌস জামান, নোবিপ্রবি রেজিস্ট্রার (অ:দা) , সদস্য সচিব ও ফোকাল পয়েন্ট জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন কমিটির মোহাম্মদ জসীম উদ্দিন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ আরিফুর রহমান।
আইকিউএসির পরিচালক ও নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশারের সঞ্চালনায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের বলেন, “ইউজিসির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে। দেশের প্রতিটি নাগরিককে সংযুক্ত করে দেশের উন্নয়ন ঘটাতে হবে। দূর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে একই সাথে সামাজিক বৈষম্য দূর করতে পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম বলেন, “প্রতিটি মানুষদের কিছু না কিছু দায়িত্ব আছে। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে। নিয়মানুবর্তিতা ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। তবেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ সম্ভব-জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ অনুষ্ঠানে বক্তারা বলেন, পেশাগত দক্ষতা তৈরিতে এ ধরণের কর্মশালা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।”
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নোবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. প্রফেসর ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. আরিফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন নোবিপ্রবি বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ ও দপ্তর প্রধানবৃন্দ।