নোয়াখালী আধুনিক শপিং কমপ্লেক্সের এম ডি হাসান খান এর সাথে সৌদি আরব রিয়াদ প্রবাসী ব্যাবসায়িদের আলোচনা সভা
রিয়াদে নোয়াখালীর “এইচ কে রিয়েল এস্টেট লিমিটেডের” উদ্যোগে প্রবাসী ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
এইচ কে রিয়েল এস্টেট লিমিটেডের “নোয়াখালী আধুনিক শপিং কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক হাসান খাঁনের সভাপতিত্বে_ বাথায় ইয়াসমিন হোটেল এন্ড রেস্টুরেন্ট হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টর মাসুদ রানা ও বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক এর যৌথ উপস্থাপনায়_
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলম,
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন_বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এনটিভি সৌদিআরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চাঁন,বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান চেয়ারম্যান, ব্যবসায়ী আলমগীর কবির,বিশিষ্ট ব্যবসায়ী আলী আহসান কিরন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নোয়াখালী আধুনিক শপিং কমপ্লেক্সের দোকান বুকিং ও বিক্রয়ের সুযোগ সুবিধার ক্ষেত্রে নির্ধারিত মূল্যে থেকে কিস্তিতে ০২ লক্ষ ও নগদ এককালীন ০৩ লক্ষ টাকার বেশি মূল্য ছাড়ের আশ্বস্ত করেন কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক হাসান খাঁন।
প্রবাসীদের সহযোগিতা পেলে নোয়াখালীতে একটি আধুনিক শপিং মল উপহার দিবেন বলে এইচ কে রিয়েল এস্টেট লিমিটেড কতৃপক্ষ জানান।
এতে করে উপস্থিত প্রবাসী ব্যবসায়ীদের অনেকেই তাৎক্ষণিক আনন্দচিত্তে দোকান বুকিংও নিশ্চিত করেন।

























