Friday , 29 March 2024
শিরোনাম

পদ্মায় মিলছে বড় বড় পাঙ্গাস ইলিশ

পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে বড় বড় পাঙ্গাস ও ইলিশ মাছ। মঙ্গলবার বিকালে রাজবাড়ীর দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে রশিদ সেখের জালে ৮ কেজি ওজনের পাঙ্গাস ও ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ইলিশ মাছ দুটি ধরা পড়ে।

জেলে রশিদ সেখ জানান, শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে ১০ জন মিলে নৌকায় ফেরিঘাটে এসে ঘাইল্যা ব্যাড় জাল ফেলে বসে থাকি। কিন্তু কোনো মাছ ধরা পড়ে না। অবশেষে মঙ্গলবার বিকাল ৩টার দিকে জোরে ধাক্কা মারলে বুঝতে পারি জালে বড় বড় কোনো মাছ ধরা পড়েছে। একটু সময় নিয়ে জাল তুলে দেখি বড় একটি পাঙ্গাস ও একটি ইলিশ মাছ ধরা পড়েছে। পরে মাছগুলো স্থানীয় আড়তে বিক্রি করি।

এ বিষয়ে ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ৮ কেজি ওজনের পাঙ্গাস মাছটি ১ হাজার টাকা কেজি দরে ৮ হাজার টাকা ও ১ কেজি ৮০০ গ্রামের ইলিশ মাছটি ৩ হাজার ৩শ টাকা কেজি দরে ৫ হাজার ৯৪০ টাকায় কিনে নিয়েছি। এখন মাছগুলো ঢাকায় বিক্রি করা হবে বলে তিনি জানান।

গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ায় অধিকাংশ জেলের জালে বড় বড় মাছ ধরা পড়ছে।যুগান্তর

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x