নিজস্ব প্রতিবেদক:
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ও বাস্তবায়নের কারিগর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন, বেলা ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। এসময় আনন্দ শোভাযাত্রা শহরের মধ্য দিয়ে প্রদক্ষিণ শেষ কুষ্টিয়া ডিসিকোর্ট চত্বরে মিলিত হয়ে পুনরায় ক্যাম্পাসে ফিরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোছা. ইসমত আরা খাতুন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান, ইংরেজি বিভাগের প্রফেসর নূর উদ্দীন আহমেদ, ভারপ্রাপ্ত প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম, রোভার স্কাউটস এর সম্পাদক এম এ গাফফার মিঠুসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক – শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বিশ্বের মাঝে অনন্য সৃষ্টি হিসেবে পদ্মা সেতু উপহার দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন ।